৩২২
ঢাকা, ২২ সেপ্টেম্বর ঃ মানুষের সঙ্গে আরোও সুদৃঢ় সেতুবন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আজ রবিবার (২২-৯-২০১৯) রাজধানীর মিরপুর ডিওএইচএস এ ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার উদ্বোধন করা হয়। সকালে কালচারাল সেন্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালকবৃন্দ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, মিরপুর ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাষ্ট ব্যাংকের উধর্¡তন কর্মকর্তারা।