৪৬১
ঢাকা, ১০ জুন ২০১৯ (সোমবার) ঃ এম্বাসেডর পিটার অ্যালন কালাহি (Petter Allan Kallaghe) এর নেতৃত্বে তানজানিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজ টিমের একটি প্রতিনিধিদল আজ সোমবার (১০-৬-২০১৯) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাুুরা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ১৮ সদস্যের তানজানিয়া এনডিসি টিম গত ০৯ জুন ২০১৯ তারিখে ৭ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।