ঢাকা, ০১ এপ্রিল ২০১৭ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) এর সাথে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) আজ শনিবার (০১-৪-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ভারতীয় সেনাবাহিনী প্রধান এর আগে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীরসদস্যদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে।
পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে সফররত বিশেষ প্রতিনিধি দলটি গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কালের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করেন।
উল্লেখ্য, প্রতিনিধি দলটি ৩১ মার্চ ২০১৭ তারিখে বাংলাদেশে আগমন করেন এবং আগামী ০২ এপ্রিল ২০১৭ তারিখে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ
২৩০
Before Post