ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৩ঃ কাতার আর্মড ফোর্সেস এর ডেপুটি চীফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর আজ রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টীমের অপর সদস্য ছিলেন কাতারি মিলিটারি ডেকোরেশনস এন্ড মেডেলস পরিদপ্তরের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। সৌজন্য সাক্ষাতকালে উভয়েই ভাতৃপ্রতীম দুই দেশের আর্মড ফোর্সেস এর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর উপরে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কাতারি ডেলিগেশন টীম আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ হতে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতারি ডেলিগেশন টীমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।