২৭৭
ঢাকা, ১০ জুন ২০১৬:- আন্তঃঅঞ্চল ক্বেরাত ও আযান প্রতিযোগিতা-২০১৬ আজ শুক্রবার (১০-৬-২০১৬) বাদজুম্মা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর লজিষ্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড মসজিদে সমাপ্ত হয়েছে ।
প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় ল্যাঃ কর্পোরাল মোহাম্মদ আবুল হোসাইন ও আযান প্রতিযোগিতায় কর্পোরাল মোঃ শাহ জালাল প্রথম স্থান অর্জন করে ।
সমাপনী অনুষ্ঠানে সেনাকল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান (Firoz Hasan) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর উধর্¡তন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।