ঢাকা, ০৬ জানুয়ারি ২০১৭ ঃ গত ০৫ জানুয়ারি ২০১৭ তারিখে বেলা ১৩১৫ ঘটিকায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ব্যানব্যাট-৩ এর টহল দল তাদের আভিযানিক দায়িত্ব পালনকালে স্থানীয় একদল সন্ত্রাসীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে ব্যানব্যাট-৩ টহল দলের সৈনিক আব্দুর রহিম মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাংলাদেশী শান্তিরক্ষীদের পাল্টা আক্রমণে উক্ত সন্ত্রাসী দল দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। নিহত শান্তিরক্ষী সৈনিক আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরা জেলার হাজীপুর গ্রামে। তার মৃত দেহ দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশী অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে রয়েছে।
উল্লেখ্য, গত ২০১৪ সাল হতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশন (মিনুসকা) এ বাংলাদেশী শান্তিরক্ষীগণ নিয়োজিত আছেন।