২৩৩
নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী জাহাজ অদম্য ও অপরাজেয়
চট্টগ্রাম, ১৬ মে ২০১৭ঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে কক্সবাজারের সোনাদিয়ার নিকট আজ মঙ্গলবার (১৬-০৫-২০১৭) ভোরে একটি মাছ ধরা নৌকা ডুবে যায়। এসময় গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ অতন্দ্র খবর পেয়ে নৌকাটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। নৌবাহিনী জাহাজ ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকা হতে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাটিতে মোট ১১ জন জেলে ছিল।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ অতন্দ্র ডুবে যাওয়া নৌকাটিকে সনাক্ত করে গভীর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনে। পরে, নৌকাটিকে টেনে পেকুয়াতে নিয়ে আসা হয়। এছাড়া, নৌবাহিনী জাহাজ অদম্য ও অপরাজেয় ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ অবশিষ্ট দুই জন জেলেকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।