ঢাকা, ০৮ আগস্ট ২০১৭ঃ সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান (General Abdul Rahman Bin Saleh Al-Banyan) আজ মঙ্গলবার (০৮-৮-২০১৭) গাজীপুর সেনানিবাসস্থ বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন।
তিনি সেখানকার ভেহিক্যাল এ্যাসেম্বলিং শপ, লেদার ও ফুটওয়্যার ফ্যাক্টরিসহ বিএমটিএফ এর সমগ্র কারখানা এলাকা ঘুরে দেখেন। এর আগে, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বিএমটিএফ-এ এসে পৌঁছালে বিএমটিএফের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান (Md.Jahangir Al Mustahidur Rahman) তাকে স্বাগত জানান।
জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ০৩ দিনের রাষ্ট্রীয় সফরে ০৬ আগস্ট সৌদি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগমন করেন। প্রতিনিধিদলটি বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ০৮ আগস্ট ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এর বিএমটিএফ পরির্দশন
৩০৩