ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৮:- চলতি বছর ২০১৮ সালে অনুষ্ঠিত উ”চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০১৮) কলেজ প্রাঙ্গণের ‘শহীদ রুমী উন্মুক্ত মঞ্চ’ তে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া, উক্ত অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মূলমন্ত্রকে ধারণ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয়; বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান দেশ সেরা। ২০১৮ সালের উ”চমাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্তির সংখ্যা ১,৩০৫ জন যা সমগ্র দেশে সর্বো”চ দ্বিতীয়। এছাড়াও, ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।
বর্ণিল এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিাত ছিলেন।