ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৪ঃ ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ হতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড ফলাফলে ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেটদেরকে অভিভাবকদের উপস্থিতিতে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। এসএসসি পরীক্ষার বোর্ড ফলাফলে মেধা তালিকায় এবার রাজশাহী ক্যাডেট কলেজ হতে ক্যাডেট মুহতাসিম ফুয়াদ ১ম স্থান ও ক্যাডেট মোঃ নাহিদ মুর্শেদ শাহ ২য় স্থান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ হতে ক্যাডেট মোঃ শাহরিয়ার রহমান, রংপুর ক্যাডেট কলেজ হতে ক্যাডেট রায়হান কবির এবং বরিশাল ক্যাডেট কলেজ হতে ক্যাডেট সৈয়দ আল ওয়াসী ২য় স্থান অর্জন করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ কৃতি ক্যাডেটগণ ও তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানান। তাঁদের এই অর্জন ক্যাডেট কলেজের ঐতিহ্য ও সুনামকে সমুন্নত রাখবে ও অন্যান্য ক্যাডেটদের সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।