২১৮
ঢাকা, ১৮ মার্চ ২০১৭:- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০১৭ আগামী ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ০৯:৩০ হতে বিকাল ৫:৩০ ঘটিকা পর্যন্ত এবং ২৪ মার্চ ২০১৭ সকাল ০৯:৩০ হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সপরিবারে আমন্ত্রিত।
২৯ মার্চ বেলা ১২:০০ হতে বিকাল ৫:৩০ ঘটিকা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের সাথে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।
সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোন প্রকার স্কুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ব্যাক প্যাক, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি বহন না করার জন্য সম্মানিত দর্শকগণকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।