ঢাকা, ১৪ জুন ২০২৩ ঃ বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স কমান্ড, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর স্পেশাল ফোর্সের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৪০’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (১৪-০৬-২০২৩) চট্টগ্রামস্থ বানৌজা নির্ভীক এ অনুষ্ঠিত হয়েছে। যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এছাড়া বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস হতে নির্বাচিত প্রতিনিধিগণ মহড়ায় যোগদান করেন।
কমডোর সোয়াড্স কমান্ড এর ব্যবস্থাপনায় মাসব্যাপী চলমান এ প্রশিক্ষণ ও মহড়ায় উভয় দেশের স্পেশাল ফোর্সের সদস্যগণ ট্যাকটিক্যাল কম্ব্যাট ক্যাজুয়ালটি কেয়ার, ট্যাকটিক্যাল মাকর্সম্যান শীপ, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট এবং স্মল ইউনিট ট্যাকটিস (এসইউটি) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন। উল্লেখ্য, গত ২১ মে ২০২৩ তারিখ হতে চট্টগ্রামের বানৌজা নির্ভীক এ শুরু হওয়া উক্ত যৌথ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের স্পেশাল ফোর্সসমূহের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।