Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ নভেম্বর ২০২২: আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতা -২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (০৭-১১-২০২২) সাভার সেনানিবাসের শহিদ লেফটেন্যান্ট তৌফিক মাল্টিপারপাস সেডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কার্যকর প্রশিক্ষণই সৈনিকের সর্বোত্তম কল্যাণ এবং যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। প্রশিক্ষণ সহায়ক সামগ্রীর সর্বোত্তম ব্যবহার যুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে। এক্ষেত্রে প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রশিক্ষণে ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে বলে মত প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। পরিশেষে তিনি এধরনের প্রদর্শনীর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি মেজর ফরমেশন, ০৭টি মাইনর ফরমেশন এবং ২০টি অন্যান্য প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৭টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ০৫ নভেম্বর ২০২২ তারিখে শুরু হয়।

সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে নবনির্মিত পদাতিক গেইট, ডিভিশন মডেল শেড এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের সপরিবারে বসবাসের জন্য নবনির্মিত বহুতল ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, এমফিল;  জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং সহ সাভার সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট