৪৪৫
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ঃ ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরী, পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতের বিমান বাহিনী প্রধান’কে ধন্যবাদ জানান। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারত এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।