ঢাকা, ২৫ মে ২০২২ : আজ ২৫ মে ২০২২ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) এর এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগ কর্তৃক পরিচালিত Environmental Club of BUP (EnCBUP) কর্তৃক আয়োজিত ‘Livability and the Role of Local Government: Bangladesh Perspective’ শীর্ষক সেমিনার এবং ‘Environment Fest – 2022’ অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো “Green Transition, Sustainable Solution”|
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল-আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। এছাড়া সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. এস এম যোবায়দুল করিম।
উল্লেখ্য, মাননীয় মন্ত্রী সেমিনারের পূর্বে বিইউপি কনকোর্সে অনুষ্ঠিত ‘Environment Fest – 2022’ এর উদ্বোধন করেন। উক্ত ফেস্টে পাচঁটি প্রতিযোগিতা যথাক্রমে পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, ফটোগ্রাফি কম্পিটিশন, বুক রিডিং কম্পিটিশন, এবং ইকো অলিম্পিয়াড এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩৫ টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন যেমন অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য ইত্যাদি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারি পদক্ষেপ এর কারণে জনগণের মাথাপিছু আয় বর্তমানে ২৮২৪ ডলার যা ১৯৯৫ সালেও ছিল ৩২৯ ডলার এবং জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে তা পরবর্তীতে ব্যবহার করা যায় তা উল্লেখ করেন। এছাড়া তিনি পরিবেশে দূষণের কারণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। সর্বশেষে দেশ, জাতি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নির্মল পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে জাতিকে একযোগে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।
এছাড়া সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেনসহ পরিবেশ বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মীসহ বিইউপির সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।