ঢাকা, ২৬মে ২০১৭ ঃ চার দিনের শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আজ শুক্রবার (২৬-০৫-২০১৭) চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। বাংলাদেশ সফরকারী চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি (Destroyer CHANG CHUN, Frigate JING ZHOU and Logistics Ship CHAO HU) চট্টগ্রাম ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উর্ধ্বতন কর্মকর্তা Deputy Commander of the East Fleet, Rear Admiral Shen Hao সহ স্বস্ব জাহাজের অধিনায়কগণ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া বাংলদেশ সফরকালে জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল – আশার আলো এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।
চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়দার হবে বলে আশা করা যায়।
শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ
১৭৪