Home » সিজিডিএফ কার্যালয় কর্তৃক শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

সিজিডিএফ কার্যালয় কর্তৃক শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৩ ঃ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা দিনের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে আজ বুধবার (১৮-১০-২০২৩) পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শেখ রাসেল দিবস-২০২৩ এর কার্যক্রম শুরু করেন।

অতপর কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা শেষে শেখ রাসেল এর উপর নির্মিত প্রামাণ্য চিত্রসমূহ প্রদর্শন করা হয়। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সেগুনবাগিচা চত্তর মসজিদ প্রঙ্গণে বাদ যোহর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ উক্ত কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল অফিসের অফিস প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট