Home » সেনাবাহিনীর তত্ত্বাবধানে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ক্যাম্প এলাকায় দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সেনাবাহিনীর তত্ত্বাবধানে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ক্যাম্প এলাকায় দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৩ মে ২০১৯: কক্সবাজারের উখিয়ায় “জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ক্যাম্প” এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (২৩-০৫-২০১৯) আসন্ন দূর্যোগপূর্ণ মওসুমের প্রারম্ভে দেশের দূর্যোগ সংক্রান্ত সচেতনাতা বৃদ্ধির লক্ষে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণে একটি দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সম্ভাব্য প্রাকৃতিক দূর্যোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সুরক্ষায় দ্রুততার সাথে উদ্ধার অভিযান পরিচালনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং উদ্ধার কার্যক্রমে দেশী, বিদেশী সকল সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চতকরণের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়ায় মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, সেনাসদরের উর্দ্ধতন পদস্থ কর্মকর্তাবৃন্দ ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ও জিওসি ১০ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরীসহ অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্থানীয় জেলা ও উপজেলাসহ স্থানীয় প্রশাসন, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ক্যাম্পে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকগণ স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।

 

সম্পর্কিত পোস্ট