Home » সেনাবাহিনী প্রধানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

সেনাবাহিনী প্রধানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা, ২৬ নভেম্বর ২০১৮ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র (ঔড়ধড় ঞধনধলধৎধ ফব ঙষরাবরৎধ ঔঁহরড়ৎ) আজ সোমবার (২৬-১১-২০১৮) ঢাকা সেনানিবাসস্থা সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট