Home » “১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৩’’ সমাপ্ত

“১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৩’’ সমাপ্ত

Author: আইএসপিআর

ঢাকা, ০৪ মার্চ ২০২৩:- চার দিনব্যাপী “১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (০৪ মার্চ ২০২৩) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ০১ মার্চ ২০২৩ তারিখ হতে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, বিএসপি, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি (এলপিআর)।

প্রতিযোগিতায় দেশি/বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৭৫৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লেঃ কর্নেল মোঃ ইকরামুল ইয়াসিন চ্যাম্পিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ) ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন (অবঃ) সিনিয়র উইনার, মিসেস হাফিজা সুলতানা সাথী লেডি উইনার এবং মাস্টার সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ; আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ; খেলোয়াড়বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট