ঢাকা, ১৯ সেপ্টেম্বরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রুপকল্প -২০৪১’ এর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা, প্রশিক্ষণ, শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সভানেত্রী তাহমিদা হান্নান অতি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের ২৪ টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। উক্ত ২৪ টি প্রকল্প এর মধ্যে বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোম অন্যতম। বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান গত ২৬ নভেম্বর ২০২২ তারিখে এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) এর নব-নির্মিত ভবন উদ্বোধন করেন।
এ প্রকল্পটি বিমান বাহিনীর সদস্যের পরিবারবর্গের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পাশাপাশি ক্রেতা সাধারণের হস্তশিল্পজাত দ্রব্যসামগ্রীর চাহিদা পূরণ করতঃ দেশের অর্থনীতির উন্নয়নের ধারাকে আরও সম্প্রসারিত ও গতিশীল করবে। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে বাফওয়ার উৎপাদিত হস্তশিল্পজাত পণ্যের চাহিদা অনুযায়ী বৈচিত্র্য ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পেশাদার ডিজাইনার ও দক্ষ কারিগর নিয়োগের মাধ্যমে পণ্যসামগ্রী উৎপাদন ও বিভিন্ন আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে বিক্রয়ের নিমিত্তে কেন্দ্রীয়ভাবে ‘বাফওয়া ইন্ড্রাস্ট্রিয়াল হোম’ চালু করা হয়েছে। এখানে যুগোপযোগী পণ্য সম্ভার ও নিত্য নতুন ডিজাইন সমূহ পণ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বাফওয়া দেশের উন্নয়নের চলমান ধারাতে অবদান রাখবে।
এছাড়া এর আগে বাফওয়ার সম্মানিত সভানেত্রী গোল্ডেন ঈগল কিডস্ লার্নিং ডে-কেয়ার নামে তেজগাঁও এলাকায় অবস্থিত বি এ এফ শাহীন কলেজ, ঢাকা সংলগ্ন একটি ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন। সভানেত্রী তাঁর বক্তব্যে ডে-কেয়ারের আধুনিকায়ন ও সুষ্ঠু শিক্ষাদানের পরিবেশ নিশ্চিতকরণের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো আশা ব্যক্ত করেন যে, উক্ত ডে-কেয়ারে ভবিষ্যতে ঢাকাতে অবস্থিত বিভিন্ন এ্যাম্বাসীর বিদেশি ব্যক্তিবর্গের ছোট বাচ্চারাও ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করবেন। উপরোল্লিখিত দু’টি অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।