ঢাকা, ২৭ সেপ্টেম্বর: ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সেন্ট্রাল কনফারেন্সরুমে গতকাল, মঙ্গলবার (২৬-৯-২০১৭) সন্ধ্যায় ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ডিপার্টমেন্ট অব এনভায়রমেন্টাল সায়েন্স এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্দ্যোগে “Capacity Building for Sustainable Development: Role of Universities””শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ভাইস-চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ সালাহ্উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি।
এছাড়া, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডীন ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকী, পিবিজিএম, পিএসসি, টিই এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপরিচিত বিজ্ঞানী এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।