Home » এমআইএসটিতে AERO DAY উদযাপিত

এমআইএসটিতে AERO DAY উদযাপিত

Author: আইএসপিআর

ঢাকা,২৭ সেপ্টেম্বর ২০১৭: মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী(এমআইএসটি)-তে মঙ্গলবার (২৬-৯-২০১৭) AERO DAY উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল ওহাব, পরিচালক গবেষণা ও উন্নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এ্যারোনটিক্যাল বিভাগের ছাত্র/ছাত্রী ভবিষ্যতে বিমান তৈরীতে অবদান রাখবে। তিনি আরও বলেন, এ্যারোনটিক্যাল বিভাগের ছাত্র/ছাত্রী বাংলাদেশের বিমান শিল্প উন্নয়নে দিকনির্দেশক হিসেবে ভুমিকা রাখবে।

এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন বিজ্ঞান যা ফ্লাইট সামর্থ্য মেশিন এর গবেষণা, ডিজাইন ও নির্মান এবং আকাশে বিমান ও রকেট উড্ডয়ন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেয়। দিনটি উদযাপন করতে র‌্যালি, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ ছাত্র/ছাত্রী অংশ নেয়। উল্লেখ্য,মিলিটারী ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীতে(এমআইএসটি)-তে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ গত জানুয়ারী ২০০৯ সাল হতে সফলতার সাথে যাত্রা করে।

অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং এমআইএসটির ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট