ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০১৯: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কর্তৃক আয়োজিত এবং বিইউপি গেøাবাল অ্যাফেয়ার্স কাউন্সিল কর্তৃক পরিচালিত ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায় “বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৯” এর তিনদিনব্যাপী সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৪-০৯-২০১৯) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র “বিজয় অডিটোরিয়ামে” অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র সচিব জনাব মোঃ তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এয়াড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, পিএইচডি এবং ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম শিকদার, বিএসপি, এনডিসি, পিএসসি এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিইউপিতে মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৯ এ বাংলাদেশসহ পঁচিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিলো “Combating Post Humanitarian Crisis and Ensuring Sustainable Initiative for Repatriation”।
সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।