১৬৯
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ‘মিনিএক্স-২০১৭-২’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন বুধবার (২৭-৯-২০১৭) বিমান বাহিনীর সকল ঘাঁটিতে অনুষ্ঠিত হয়।
‘মিনিএক্স-২০১৭-২’ এর মাধ্যমে ঢাকা এলাকার আকাশ প্রতিরক্ষা অনুশীলন এবং বাংলাদেশ বিমান বাহিনীর র্যাডার ও ভূমি থেকে আকশে নিক্ষেপণযোগ্য মিসাইল এর সক্ষমতা পরীক্ষা করা হয়। এ অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার সহ বিমান বাহিনীর সকল স্তরের কর্মকর্তা ও বিমানসেনাগণ অংশগ্রহণ করেন।
এই মহড়া অনুশীলনের মাধ্যমে বিমান বাহিনীর যুদ্ধাস্ত্র ও জনবল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা যায়।