Home » আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

Author: আইএসপিআর

 ঢাকা, ২৪ মার্চ ২০২২: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ আজ বৃহস্পতিবার (২৪-৩-২০২২) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

 

এ উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে সংশ্লিষ্ট ফ্যাকালটি, কোর্স মেম্বার এবং স্টাফ অফিসারগণ এতে অংশগ্রহণ করেন।

 

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিরক্ষা সচিব সমাপনী বক্তব্যে সচিব বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী (মাননীয় প্রধানমন্ত্রী) বাংলাদেশ সরকার একটি আধুনিক, উন্নততর ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর। পরিদর্শনে অংশগ্রহণকারীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন।

সম্পর্কিত পোস্ট