পরিদপ্তরের প্রধান কার্যাবলী নিম্নরূপঃ
ক। সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার কার্যক্রম বিভিন্ন প্রচার মাধ্যম যেমন সংবাদপত্র, বেতার এবং টেলিভিশনে সঠিকভাবে উপস্থাপন এবং প্রচারণার উদ্দেশ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা এবং বাস্তবায়ন নিশ্চিত করা।
খ। কোন তথ্য যাতে ফাঁস/বিকৃত না হয় সেজন্য তিন বাহিনীর তথ্য, সংবাদ, মতামত, ছবি এবং বিজ্ঞাপন প্রকাশ/প্রচারের ক্ষেত্রে একমাত্র সংস্থা হিসাবে যথাযথ পন্থা অনুসরণ করা।
গ। সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর/সংস্থার জন্য ঘরোয়া সাময়িকী প্রকাশ করা।
ঘ। সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর/সংস্থা সমূহের সদস্য কর্তৃক লিখিত নিবন্ধ/প্রবন্ধ প্রকাশনা/প্রচারণার জন্য সম্পাদনা ও ছাড়পত্র প্রদান করা।
ঙ। সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ/উপস্থাপনায় বেতার ও টেলিভিশনে অনুষ্ঠানাদি প্রচারের উদ্যোগ গ্রহণ ও সমন্বয় সাধন করা।
চ। সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্য চিত্র নির্মাণ ও প্রদর্শনের ব্যবস্থা করা।
ছ। সশস্ত্র বাহিনীর কার্যক্রম সংক্রান্ত প্রেস ক্লিপিং ও তথ্যসূত্র সংরক্ষণ করা।
জ। প্রয়োজনে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংক্রান্ত খবর বিদেশী সংবাদ প্রতিবেদনে অনুসন্ধান ও পর্যবেক্ষণ করা এবং প্রতিবাদলিপি প্রেরণ করা।
ঝ। প্রয়োজনে, সশস্ত্র বাহিনীর পক্ষে মনস্তাত্ত্বিক প্রচারাভিযান (Psychological Warfare) পরিচালনার উদ্যোগ গ্রহণ করা।