৬২১
ঢাকা, ০৪ এপ্রিল ২০২৪ ঃ জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে আজ (০৪ এপ্রিল ২০২৪) সেনাবাহিনীর পক্ষ হতে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সর্বমোট ৩৫০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর নিকট হতে ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।