ঢাকা, ১৬ মার্চ ২০১৮ ঃ মালিতে শহীদ ৪ জন বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা আজ শুক্রবার (১৬-৩-২০১৮) ঢাকা সেনানিবাসে ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেনে’ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (Abu Belal Muhammad Shafiul Huq) সহ ঢাকা সেনানিবাসের উধর্¡তন কর্মকর্তাগণ ও সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Nizamuddin Ahmed), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার (Abu Esrar) এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে (Major General Amadou Kane) শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ী প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গত ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে গাঁও হতে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে দোয়েঞ্জা হতে ৩৫ কিঃমিঃ পূর্বে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে পড়ে। উক্ত বিস্ফোরণে চারজন বাংলাদেশী শান্তিরক্ষী শাহাদৎ বরণ করেন। শহীদ সেনাসদস্যরা হলেন ঃ ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, জেলা: পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, জেলা: ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, জেলা: পাবনা (৩২ ইস্ট বেংগল) সৈনিক (পাঁচক) জামাল, জেলা: চাপাঁইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেংগল)। গত ০৭ মার্চ ২০১৮ তারিখে মালির রাজধানী বামাকোতে শহীদ বাংলাদেশী শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ কর্তৃক সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে সেনাসদস্যদের মরদেহ গত ১৫ মার্চ বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়। মালিতে নিয়োজিত জাতিসংঘের ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে উক্ত বীর শান্তিরক্ষীদের সম্মান প্রদর্শনের জন্য নিজেই মরদেহের সাথে বাংলাদেশে আগমন করেন।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি বর্তমান বিশে¡র সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন হিসেবে বিবেচিত। ২০১৩ সালে শুরু হওয়া এই মিশনে ইতোমধ্যে ০৯ জন বাংলাদেশী শান্তিরক্ষীসহ বিভিন্ন দেশের সর্বমোট ১৫৫ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের দুঃসাহসী শান্তিরক্ষীরা সর্বদা দেশের সম্মানের বিষয়টি মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এই মিশনে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।
আফ্রিকার মালিতে শহীদ বাংলাদেশী শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত
১৯৭