ঢাকা, ২৫ আগষ্ট ২০১৯ ঃ- ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর কমান্ডেন্ট ্লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, আরসিডিএস, পিএসসি, পিএইচডি সামরিক নেতৃত্ব শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) হতে ফেলোশীপ অর্জন করেছেন। ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং, পিভিএসএম, এভিএসএম (অবঃ) গত ১৯ আগস্ট ২০১৯ তারিখে জেনারেল মামুন খালেদকে ফেলোশীপ প্রদান করেন।
লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, আরসিডিএস, পিএসসি, পিএইচডি প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট হতে এ সম্মান অর্জন করেন।
উল্লেখ্য, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লী ভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরক্ষা সেবার সকল বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সমূহ পরিচালনা করে থাকে।