Home » নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সমাপ্ত

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সমাপ্ত

Author: আইএসপিআর

চট্টগ্রাম, ২১ জুন ২০১৯ ঃ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৯ আজ শুক্রবার (২১-০৬-২০১৯) চট্টগ্রামের নৌবাহিনী ঘাঁটির নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড কমডোর হুমায়ুন কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় কমখুল (কমান্ডার খুলনা) দলের এম বখতিয়ার, পিও (কুক) প্রথম স্থান এবং কমফ্লোট ওয়েস্ট (কমান্ডার ফ্লোটিলা) দলের এম আফজাল, আরইএন-১দ্বিতীয় স্থান অধিকার করে।

অপরদিকে, আযান প্রতিযোগিতায় পিসিএস (চট্ট্রগ্রাম) দলের এম শিহুল ইসলাম, এলএস প্রথম স্থান, ও হাজী মহসীন (ঢাকা) দলের এম মঞ্জুরুল ইসলাম, এলএস দ্বিতীয় স্থান অধিকার করে।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য সেখানে উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট