২৬৪
ঢাকা, ২৮ জুন ২০১৯ (শুক্রবার) ঃ মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, বৃহস্পতিবার (২৭-৬-২০১৯) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আর”েঞ্জ টোয়াডেরা (Faustin Archange Touadera) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা সে দেশের রাষ্ট্রপতির নিকট পৌঁছে দেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটির আহবানে সাড়া দিয়ে সে দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য বাংলাদেশের নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সে দেশের অবকাঠামোগত, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিক গুনাবলী ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আরো মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রেরণের আশ¡াস দেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের জন্য বাংলাদেশ সরকারের নিয়মিত ও দীর্ঘ মেয়াদি সহায়তার আশ¡াস প্রদান করেন।