Home » বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ভারতে অনুষ্ঠিতব্য আইপিএসি সম্মেলনে যোগদানের জন্য ভারতের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ভারতে অনুষ্ঠিতব্য আইপিএসি সম্মেলনে যোগদানের জন্য ভারতের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণ

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৩ঃ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি; আজ বৃহস্পতিবার (১৪-০৯-২০২৩) বাংলাদেশ সময় দুপুর ১৩০০ ঘটিকায় টেলিফোনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’কে সেপ্টেম্বরের ২৫-২৭ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি)-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধানকে উক্ত সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপনপূর্বক অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তাগণ পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন বলে জানা যায়। এই আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট