ঢাকা, ১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার): তিন দিনব্যাপী গলফ হাউজ কর্পোরেট গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (১৭-১১-২০২৩) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ হতে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স।
তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬২৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কমান্ডার মোঃ কামরুজ্জামান, বিএন উইনার, মোঃ নাসিমুল হক মজুমদার রানার আপ এবং মিসেস হাইজং উম (Mrs. Hyejong Um) লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, স্পন্সরবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/Army-Chief-1-1024x794.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/Army-Chief-2-1024x946.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/Army-Chief-3-1024x813.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/Army-Chief-4-1024x942.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/WhatsApp-Image-2023-11-17-at-21.40.02_618ede0f-706x1024.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/11/WhatsApp-Image-2023-11-17-at-21.40.03_49dec229-1024x679.jpg)