Home » বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন এর ২২তম সভা উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন এর ২২তম সভা উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ২২ নভেম্বর ২০২৩ ঃ বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (FIG) এর কার্যনির্বাহী কমিটির ২২তম সভার উদ্বোধন আজ বুধবার (২২ নভেম্বর ২০২৩) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এ সময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত জিমন্যাস্টিকস ফেডারেশনের প্রতিনিধিগণের সাথে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, সভাটি আগামী ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

উক্ত সভায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন ও আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট