Home » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বাগেরহাট ও কক্সবাজারে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বাগেরহাট ও কক্সবাজারে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান

Author: আইএসপিআর

ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৪:- নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ শুক্রবার (০৫০১২০২৪) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৪ উপলক্ষ্যে কক্সবাজার আসনে নিয়োজিতমহেশখালি নৌ কন্টিনজেন্টপরিদর্শন করেন। ইতিপূর্বে নৌ প্রধান ০৩ জানুয়ারি বাগেরহাট এর মোংলায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত নৌ সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নৌ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে নৌ সদর, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ৬টি জেলায় ১১টি আসনের ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় নিয়োজিত রয়েছে।

সম্পর্কিত পোস্ট