Home » বাংলাদেশ বিমান বাহিনীর ১২তম এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেষ্টিগেশন কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর ১২তম এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেষ্টিগেশন কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

Author: আইএসপিআর

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৩ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর ১২তম এয়াক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।

এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং নাইজেরিয়া বিমান বাহিনীর সর্বমোট ০৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার আদনান শাহরিয়ার, জিডি (পি) প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট