Home » বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কাতার গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের কাতার গমন

Author: আইএসপিআর

ঢাকা, ২৬ আগস্টঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি দুইজন সফরসঙ্গীসহ সরকারী সফরে কাতারের উদ্দেশ্যে ২৬ আগস্ট ২০২৩, শনিবার ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত এবং কাতার এমিরি এয়ারফোর্স এর কমান্ডার মেজর জেনারেল (পাইলট) যাস্সিম বিন মুহাম্মদ আল মান্নাই এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দোহায় অবস্থিত আল যায়ীম মুহাম্মদ বিন আব্দুল্লাহ্ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি এয়ারফোর্স এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট