Home » বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতেভাসমান ব্রীজ ও ওয়াটার বাউজার স্থাপন

বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতেভাসমান ব্রীজ ও ওয়াটার বাউজার স্থাপন

Author: আইএসপিআর

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার)ঃ বিশ্ব ইজতেমা-২০২৪ আগামী ০২-০৪ ফেব্রুয়ারি ২০২৪ এবং ০৯-১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুইটি পর্বে টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর উপর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫টি ভাসমান ব্রীজ স্থাপন করা হয়েছে। এছাড়াও আগত মুসল্লীদের ওযু ও খাবার পানির জন্য সেনাবাহিনী ২টি ওয়াটার বাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যগণ ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এ সকল জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কর্তৃক একটি বোম্ব ডিসপোজাল দল প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, যে কোন জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় ভাসমান ব্রীজ ও ওয়াটার বাউজার স্থাপন করা হয়েছে

সম্পর্কিত পোস্ট