Home » সেনাবাহিনীর আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সেনাবাহিনীর আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ ঃ- বর্তমানে সমগ্র দেশে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃস্ট পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অন্তর্ভুক্ত প্রশিক্ষন সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে। আজ (১৮ এপ্রিল ২০২০) সদরদপ্তর আর্টডক এর অন্তর্ভুক্ত ৪০৩ ব্যাটল গ্রুপ কর্তৃক ময়মনসিংহ শহর এলাকায় এবং চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও নাটোর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ইতোমধ্যেই ২০০০ পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং ১০০০ টি হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে।

এছাড়াও সেনাবাহিনীর তত্তাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট