Home » সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী

Author: আইএসপিআর

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৩ঃ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ রবিবার (১০-০৯-২০২৩) বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপে দিনব্যাপী বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করে। দ্বীপে বসবাসকারী সাধারণ জনগণের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পেইনে সকাল থেকেই রোগীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায় যাদের মধ্যে বেশীরভাগই নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ।

বিভিন্ন ধরণের রোগ যেমনঃ সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা ছাড়াও দীর্ঘমেয়াদী রোগ যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এর চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। ক্যাম্পেইনে সর্বমোট ৪৩২ (চারশত বত্রিশ) জন রোগীর মাঝে মোট ৬১ (একষট্টি) ধরণের প্রায় ২৩৬১০ (তেইশ হাজার ছয়শত দশ) পিস ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট