Home » টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন

টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত ‘টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপণী অনুষ্ঠানে সম্মেলনের চিফ প্যাট্রোন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উদ্ভাবনী ও সময়োপযোগী গবেষণার জন্য তিনজন, অসাধারণ গবেষণাপত্র উপস্থাপন করার জন্য তিনজন এবং লোগো ডিজাইনের জন্য যৌথভাবে দুইজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে বিইউপি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উল্লেখ্য যে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য ছিলো ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অগ্রগতির মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গঠন করা’। এ সম্মেলনে দেশ-বিদেশ হতে অসংখ্য প্রবন্ধ বক্তার অংশগ্রহণ ছাড়াও ১৫টি দেশ থেকে প্রাপ্ত ২৮৭টি গবেষণাপত্রের মধ্যে প্রায় শ’খানেক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া সম্মেলন উপলক্ষে বিইউপি ক্যাম্পাসে একটি শিল্প প্রদর্শনীরও আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট