Home » মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

Author: আইএসপিআর

ঢাকা, ২৫ মার্চ: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ (ছাব্বিশ) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট মো: আলহাজ উদ্দিন, আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট মোহাম্মদ শাহীন মিয়া, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট মো: সেলিম মিয়া, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট মো: শুকুর মাহমুদ, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট মুহাম্মদ আমিনুল হক, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট মো: মাহবুবুল আলম, এসইউপি,ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট মোহাম্মদ নিজাম উদ্দিন ভূইয়া, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট মোহাম্মদ শামসুল আবেদীন, সিগন্যালস্; অনারারী লেফটেন্যান্ট আবদুল হালিম মৈশান, সিগন্যালস্; অনারারী লেফটেন্যান্ট মো:আবদুল কাদের, সিগন্যালস্; অনারারী লেফটেন্যান্ট মো: আব্দুল হাই, সিগন্যালস্; অনারারী লেফটেন্যান্ট মো: শাহজাহান আলী, সিগন্যালস্; অনারারী লেফটেন্যান্ট  মো: হাবিবুর রহমান, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট আহসান হাবীব, বীর;  অনারারী লেফটেন্যান্ট মোঃ দেলওয়ার হোসেন, বীর; অনারারী লেফটেন্যান্ট মোঃ এনামুল হক,বীর; অনারারী লেফটেন্যান্ট মোঃ নজরুল ইসলাম,বীর ; অনারারী লেফটেন্যান্ট মোঃ রফিকুল ইসলাম,বীর; অনারারী লেফটেন্যান্ট মোঃ শাহ্জাহান,বীর ; অনারারী লেফটেন্যান্ট মোঃ কবিরুল কাজী,বীর ;অনারারী লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ ভূঁইয়া, এএসসি; অনারারী লেফটেন্যান্ট মোঃ আব্দুল্লাহ, এএসসি; অনারারী লেফটেন্যান্ট মোঃ মনির উদ্দিন, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট আবদুল আলীম হাওলাদার, সিএমপি; অনারারী লেফটেন্যান্ট মোঃ জাকির হোসেন, এএমসি।

সেনাবাহিনীর ২৫ (পঁচিশ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) সৈয়দ মাহবুবুর রহমান, আর্মার্ড; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) মোঃ ছানোয়ার হোসেন, আর্মার্ড; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) মোঃ হাবিকুল ইসলাম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (মেশিনিষ্ট) মোঃ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ইলেকট্রিশিয়ান) মোঃ জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মোঃ আমিনুল ইসলাম, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ আছাদুল করিম, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ রুহুল আমিন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ আব্দুল হালিম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ মাসুদ করিম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ খোরসেদ আলম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ আফিয়ার রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ নাজমুল খান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ নুরুল আজম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ জাইদুল ইসলাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আব্দুল আহাদ, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ বাবুল আক্তার, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মোঃ দেলোয়ার হোসেন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মোহাঃ আব্দুর রউফ, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মোঃ আব্দুল লতিফ, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মোঃ আমিরুল ইসলাম, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) আব্দুল মালেক, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এ্যান্সিলারি) মোঃ মোতালেব হোসেন, ইএমই।

          উল্লেখ্য, সেনাবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৪ থেকে কার্যকর হবে।

সম্পর্কিত পোস্ট