ঢাকা, ৫ মে ২০১৬:- আগামী সোমবার (০৯-০৫-২০১৬) সূর্যের উপর বুধ গ্রহের ছায়ার ট্রানজিট (অতিক্রমণ) ঘটবে। ঐদিন ১৭টা ১২ মিনিট ১৯ সেকেন্ড বিএসটিতে বুধ গ্রহের ছায়া সূর্যের পূর্ব প্রান্তের বহির্ভাগ স্পর্শ করবে এবং ১৭টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের পূর্ব প্রান্তের অন্তর্ভাগে প্রবেশ করবে। একই দিন ২০টা ৫৭ মিনিট ২৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাংশের মধ্যভাগে অবস্থান করবে। পরের দিন অর্থাৎ ১০-০৫-২০১৬ খ্রিঃ ০০টা ৩৯ মিনিট ১১ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের অন্তর্ভাগ স্পর্শ করবে এবং ০০টা ৪২ মিনিট ২৩ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের বহির্ভাগ অতিক্রম করবে। বুধ গ্রহের ছায়া যখন সূর্যের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাংশের মধ্যভাগে অবস্থান করবে তখন বুধ গ্রহের ছায়া ও সূর্যের মধ্যকার নূন্যতম কৌণিক দূরত্ব হবে ৫ মিনিট ১৮.৫ সেকেন্ড।
আকাশ পরিস্কার থাকলে আগামী ০৯-০৫-২০১৬ খ্রিঃ সংঘটিতব্য ট্রানজিটটি বাংলাদেশের সকল স্থানে দেখা যাবে। ঐদিন বাংলাদেশে ট্রানজিটটি ১৭টার পর শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হবে।
আফ্রিকা মহাদেশের নাইজারের ফ্যাচি শহরের দক্ষিণে আগামী ০৯-০৫-২০১৬ খ্রিঃ স্থানীয় মান সময় ১১টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া প্রথমবারের মত সূর্যের পূর্ব প্রান্তের বহির্ভাগ স্পর্শ করবে এবং একই তারিখে একই শহরের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় মান সময় ১১টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া প্রথমবারের মত সূর্যের পূর্ব প্রান্তের অন্তর্ভাগ স্পর্শ করবে। ব্রিটিশ ভার্জিন দ্বীপপূঞ্জের পূর্বদিকে ক্যারিবিয়ান সাগরে আগামী ০৯-০৫-২০১৬ খ্রিঃ স্থানীয় মান সময় ১১টা ৫৬ মিনিট ৩৩ সেেেকন্ডে বুধ গ্রহের ছায়া প্রথম বারের মত সূর্যের দক্ষিণ-দক্ষিণ-পূর্বাংশে মধ্যভাগে আবস্থান করবে। শুধুমাত্র এ স্থানেই বুধ গ্রহের ছায়া ও সূর্যের মধ্যকার নূন্যতম কৌণিক দূরত্ব হবে ৫ মিনিট ১৮.৫ সেকেন্ড। উত্তর আমেরিকার মেক্সিকোর ইক্সতাপা শহরের দক্ষিণ-পূর্ব দিকে আগামী ০৯-০৫-২০১৬ খ্রিঃ স্থানীয় মান সময় ১১টা ৫৫ মিনিট ৩৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া শেষ বারের মত সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের অন্তর্ভাগ স্পর্শ করবে এবং উক্ত শহরের দক্ষিণে ঐদিন স্থানীয় মান সময় ১১টা ৫৫ মিনিট ৩৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া শেষ বারের মত সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের বহির্ভাগ অতিক্রম করবে।