Home » এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর তত্ত্বাবধানে Second International Conference on Advances in Civil Infrastructure and Construction Materials (CICM 2023) এর সমাপনী

এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর তত্ত্বাবধানে Second International Conference on Advances in Civil Infrastructure and Construction Materials (CICM 2023) এর সমাপনী

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ জুলাই ২০২৩: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে Second International Conference on Advances in Civil Infrastructure and Construction Materials (CICM 2023) এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৭-০৭-২০২৩) ঢাকাস্থ হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রথম দুই দিনে বিশে^র ১২ টি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের গবেষনা কর্ম উপস্থাপন করেন। এ কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ”সহনশীলতা এবং স্থায়িত্ব”। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আব্দুল মান্নান, এমপি। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু. অহিদুল ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি। এবারের কনফারেন্সে অংশগ্রহনকারী সকল বক্তা, আগত অতিথি, কনফারেন্স আয়োজনকারী এবং এতদসংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই কনফারেন্সে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ভারত, হংকং, তাইওয়ান এবং বাংলাদেশের বিখ্যাত গবেষক, অধ্যাপক, গবেষক এবং পেশাজীবিরা বক্তা, উপস্থাপক এবং সেশন চেয়ার হিসেবে অংশগ্রহন করেন। এ বারের কনফারেন্স পূর্ববর্তী CICM এর চেয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এবারের কনফারেন্স এ তিনশতাধিক উপস্থাপক প্রায় দুইশতাধিক গবেষনাপত্র উপস্থাপন করেছেন। যা বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য। এছাড়াও আন্তর্জাতিক বিশ^বিদ্যালয়ের অধ্যাপকদের সমন্বয় একটা সভা অনুষ্ঠিত হয় যেখানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) সহ বাংলাদেশের অন্যান্য বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চতর অধ্যয়নের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। উপস্থিত দেশ বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগীতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এ বারের কনফারেন্স সমাপ্ত হয়।

সম্পর্কিত পোস্ট