Home » বিইউপিতে পঞ্চদশ বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বিইউপিতে পঞ্চদশ বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২০ জুন, ২০২৩: ২০ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পঞ্চদশ বার্ষিক সিনেট সভা বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, এমফিল, পিএইচডি (Major General Md Mahbub-ul Alam, ndc, afwc, psc, MPhil, PhD) ।

সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম (Major General Md Mahbub-ul Alam) বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মোঃ শফিকুল ইসলাম, এনডিসি, এফএডবিøউসি, পিএসসি, জিডি(পি) Air Cdre Md Shafiqul Islam, ndc, fawc, psc, GD(P) ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ১১৭ কোটি ৯৬ লক্ষ টাকা ও ২০২৩-২০২৪ অর্থবছরের ১২৯ কোটি ৫৯ লক্ষ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় বিইউপির পাবলিক রিলেশন্স, ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স (পিআরআইপি) এর চিফ এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ, বিএসপি, এনডিসি, পিএসসি, জিডি(পি) (Air Cdre Syed Fakruddin Masud, BSP, ndc, psc, GD(P) কর্তৃক উপস্থাপিত ১৫তম বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পঞ্চদশ বার্ষিক সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি (A B M Faisal Baten, ndc, psc)।

সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহ্বুব তাঁর বক্তব্যে বলেন, নতুন জ্ঞান সৃষ্টি, শিক্ষা বিস্তার, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি চলমান রয়েছে। ইতোমধ্যে বিইউপি একটি ‘Academic Strategic Plan’ প্রণয়ন করেছে যা; বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে তার সাফল্য অর্জনে এগিয়ে যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিইউপির শিক্ষার্থীরা দেশে ও বিদেশে ক্রমাগত সাফল্য অর্জন করে চলছে যার প্রতিফলন স্বরূপ ইউজিসি কর্তৃক সম্প্রতি ঘোষিত ২০১৯ সালের জন্য পাঁচটি ফ্যাকাল্টি হতে পাঁচজন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত হয়েছেন। এছাড়া গবেষণাখাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিইউপিতে ইতোমধ্যে একটি গবেষণা সেল প্রতিষ্ঠা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, বিইউপি বঙ্গবন্ধু চেয়ার থেকে ‘Bangabandhu: A Profile in Leadership’ শীর্ষক বইটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত এবং বিভিন্ন দেশি ও আন্তজার্তিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও উল্লেখ করেন।

এছাড়া সিনেট সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য জনাব মুহাম্মদ ফারুক খান (Mr. Muhammed Faruk Khan), সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম) (Major (Retd) Rafiqul Islam (Bir Uttam), সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ (Mr. Nurul Islam Nahid), এবং সংসদ সদস্য জনাব এইচ এন আশিকুর রহমান (Mr. H N Ashiqur Rahman)। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিইউপি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট