Home » CHIEF OF ARMY STAFF INAUGURATE MILKING PARLOUR

CHIEF OF ARMY STAFF INAUGURATE MILKING PARLOUR

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০১৯ঃ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মিলিটারি ফার্ম সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আজ মঙ্গলবার (২৪-৯-২০১৯) ০১ টি অত্যাধুনিক মিল্কিং পার্লার এর শুভ উদ্বোধন করেন।

বর্তমান যুগে ডেইরী শিল্পে মিল্কিং পার্লার একটি আধুনিক প্রযুক্তি হিসেবে ব্যবহƒত হচ্ছে। অত্যাধুনিক এই মিল্কিং পার্লারটি জীবানুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি ১৫ মিনিটে এক সাথে ২০ টি গাভীর দুগ্ধ দোহনে সক্ষম। এতে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ দোহনের পাশাপাশি ডেইরী ফার্ম ব্যবস্থাপনায় সময় ও শ্রমের সাশ্রয় হয়। উল্লেখ্য, সামরিক বাহিনী এবং সরকারি পর্যায়ে এটিই প্রথম মিল্কিং পার্লার যা মিলিটারি ফার্ম সাভারে স্থাপিত হলো।

মিল্কিং পার্লারটির উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল, এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া এবং মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স সহ সেনাসদর ও সাভার এরিয়ার উধর্¡তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট