১৬৮
ঢাকা, ০৯ মার্চ ২০১৯ : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি ০৪ দিনের সরকারী সফরে আগামী ১১ মার্চ ২০১৯ তারিখ (সোমবার) কুয়েতের উদ্দেশ্যে গমন করবেন। সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশী কন্টিজেন্টসমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তাুর এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ মার্চ ২০১৯ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।