১৮৫
ঢাকা, ০৭ জুলাই ২০১৯ঃ ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে শনিবার (০৬-০৭-২০১৯) বাংলাদেশ পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমান আজ এই নবদম্পতিদের কলকাতা থেকে ঢাকা নিয়ে আসা হয়। সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার সস্ত্রীক শুভেচ্ছা সফরে ভারত গমন করেছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসারগণ সস্ত্রীক বাংলাদেশ সফর করছেন। এই ধরণের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।