৩৪৭
ঢাকা, ১৪ মার্চ ঃ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৩য় স্বাধীনতা দিবস ফে›িসং চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত ফে›িসং প্রতিযোগীতায় বাংলাদেশ আনসার ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্সআপ হয়। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ অর্জন করে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক লাভ করে।
সমাপনী অনুষ্ঠানে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।